যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৪ | আপডেট: ১২:৪০ অপরাহ্ন, ১৬ জুন ২০২৪

স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারের কারন হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো উইকেটে না খেলাকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত রাতে ম্যাচ শেষে নাজমুল জানান, আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো উইকেটে খেলিনি।
এ মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিলো টাইগাররা। সিরিজ জিতলেও, খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে আশানুরূপ  পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র দুই ম্যাচে দেড়শ রানের কোটা পার করতে পারে তারা। এরমধ্যে সর্বোচ্চ দলীয় রান ছিলো ১৬৫।
জিম্বাবুয়ের বিপক্ষে জ¦লে উঠতে না পারলেও, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে মরিয়া ছিলো বাংলাদেশ। কিন্ত প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হারের লজ্জায় ডুবতে হয় টাইগারদের। ৫ উইকেটে ম্যাচ হারের পেছনে ব্যাটারদের দায় দেখছেন বাংলাদেশ দলনেতা নাজমুল। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। শুরুটা ভালো হয়েছিলো কিন্তু মাঝে কিছু উইকেট হারিয়ে ফেলি। আমরা যদি আরও ২০ রান বেশি করতাম তাহলে ভালো সংগ্রহ পেতাম।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। মাঝের ওভারগুলোতে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে পারেনি তারা। ১২তম ওভারে দলীয় ৬৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪৭ বলে ৬৭ রানের জুটিতে ৬ উইকেটে ১৫৩ রানের পুঁজি পায় টাইগাররা। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রানে থামলেও, ৪৭ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন হৃদয়।
ব্যাটারদের জ¦লে উঠতে না পারার কারণ হিসেবে উইকেটের দোষ দিয়েছেন নাজমুল। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাাররা ঘুরে দাঁড়াতে পারবে।’
প্রথম ম্যাচে হারের আরও একটি কারন হিসেবে বাংলাদেশের পেসারদের কাঠগড়ায় তুলেছেন নাজমুল। ডেথ ওভারে খুবই বাজে বোলিং করেছেন মুস্তাফিজু রহমান ও শরিফুল ইসলাম। ১৭  ও ১৯তম দুই ওভারে মুস্তাফিজ ৩২ রান এবং ১৮তম ওভারে ১৪ রান দেন শরিফুল।
নাজমুল বলেন, ‘দলের স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ভালো করবে তারা।’