'লাভ লেটার্স' নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পিকার

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ন, ১২ মে ২০২৪ | আপডেট: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৪

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত নাট্যদল থিয়েটার প্রযোজিত 'লাভ লেটার্স' নাটকের মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি নাটকটি উপভোগ করেন। 
এ সময় ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি, হুইপ সানজিদা খানম এমপি, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এমপি, বীরেন সিকদার এমপি, আক্তারুজ্জামান এমপি, অপরাজিতা হক এমপি, আরমা দত্ত এমপি, কেহেলী কুদ্দুস এমপি, শাহদাব আকবর চৌধুরী এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, এবং এস এম ব্রহানী সুলতান মামুদ এমপি উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য যে, 'লাভ লেটার্স' নাটকটি বাংলা রূপান্তর করেছেন আব্দুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার, নাট্যাভিনয় করেছেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।  
নাটক মঞ্চায়নে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন এসময় উপস্থিত ছিলেন।